ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর চাপ বাড়াতে রুশ নাগরিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি (একাধিকবার প্রবেশযোগ্য) ভিসা প্রদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শুক্রবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে ইইউ জানায়, এখন থেকে রাশিয়ার নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণ করতে চাইলে প্রতিবার নতুন করে ভিসার জন্য আবেদন করতে হবে।
ব্রাসেলস থেকে সংবাদমাধ্যম এএফপি জানায়, রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন অব্যাহত থাকায় মস্কোর ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইইউ-এর বিবৃতিতে আরও বলা হয়, “এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার নাগরিকরা আর দীর্ঘমেয়াদি বা বহুবার প্রবেশযোগ্য ভিসা পাবেন না।”
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে ইউরোপীয় ইউনিয়ন।

0 মন্তব্যসমূহ