Header Ads Widget

Responsive Advertisement

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে ২০২৫ সালের জলবায়ু সম্মেলন কপ-৩০




ক্রাইম টিভি বাংলা প্রতিবেদন :সংবাদ সংগ্রহে: মনজুর হোসেন প্লাবন-

২০২৫ সালের জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ আয়োজন করবে ব্রাজিল। আয়োজক শহর হিসেবে নির্বাচিত হয়েছে আমাজন অঞ্চলের কেন্দ্রীয় শহর বেলেম দো প্যারা। শুক্রবার (২৬ মে) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো কনভেনশন (UNFCCC) আয়োজিত এ সম্মেলনে বিশ্বের প্রায় ২০০টি দেশের প্রতিনিধি, জলবায়ুবিদ, গবেষক এবং পরিবেশ আন্দোলনের নেতারা অংশ নেবেন। সেখানে বৈশ্বিক উষ্ণতা, বন সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও কার্বন নিঃসরণ হ্রাসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

বেলেম শহরটি আমাজন বনাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বন ধ্বংসের সরাসরি চিত্র এখানে স্পষ্টভাবে দেখা যায়। তাই বেলেমে সম্মেলন আয়োজনকে প্রতীকী ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, “আমাজনের হৃদয়ে কপ-৩০ অনুষ্ঠিত হওয়া বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। আমরা দেখাতে চাই, উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা একসঙ্গে সম্ভব।”

এর আগে ২০২৪ সালের কপ-২৯ অনুষ্ঠিত হবে আজারবাইজানের রাজধানী বাকুতে। ব্রাজিল দীর্ঘদিন ধরেই আমাজন রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছে, আর কপ-৩০ আয়োজনকে সে প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ