Header Ads Widget

Responsive Advertisement

রোমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক



ক্রাইম টিভি বাংলা প্রতিবেদন :রোম, ১৩ অক্টোবর ২০২৫:সংবাদ সংগ্রহে -Monzur Hossain Plabon- 

ইতালির রাজধানী রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (১৩ অক্টোবর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (WFF) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে এ বৈঠক হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।


খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা

বৈঠকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন এবং দারিদ্র্য বিমোচন—এই বিষয়গুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ড. ইউনূস বাংলাদেশের খাদ্য ও কৃষি খাতে উদ্ভাবনী প্রকল্প এবং টেকসই কৃষি উন্নয়ন উদ্যোগ সম্পর্কে ব্রাজিলের প্রেসিডেন্টকে অবহিত করেন। অন্যদিকে প্রেসিডেন্ট লুলা ব্রাজিলের “Zero Hunger” কর্মসূচির অভিজ্ঞতা শেয়ার করেন এবং দক্ষিণ–দক্ষিণ সহযোগিতার (South–South Cooperation) মাধ্যমে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেন।


ওয়ার্ল্ড ফুড ফোরামে মূল বক্তা ড. ইউনূস

ওই দিনই FAO সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “খাদ্য ও কৃষি খাতকে কেন্দ্র করে একটি টেকসই ও মানবিক অর্থনীতি গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, নোবেলজয়ী বিশেষজ্ঞ এবং জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

FAO মহাপরিচালক কু দংইউ (Qu Dongyu) ড. ইউনূসকে স্বাগত জানান এবং বাংলাদেশের কৃষি ও খাদ্য ব্যবস্থার অগ্রগতির প্রশংসা করেন।


দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ

বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ব্রাজিলের প্রেসিডেন্ট উভয়েই ভবিষ্যতে কৃষি উদ্ভাবন, খাদ্যপ্রযুক্তি, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা নিয়ে যৌথ কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।
তারা উভয় দেশকে FAO ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।


পটভূমি ও তাৎপর্য

অধ্যাপক মুহাম্মদ ইউনূস দারিদ্র্য বিমোচন, সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ কর্মসূচির জন্য নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ব্রাজিলে সামাজিক ন্যায়বিচার ও খাদ্যসুরক্ষা কর্মসূচির জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত।

এই বৈঠকটি দুই দেশের মধ্যে কৃষি, খাদ্য, ও টেকসই উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে।


সূত্র:
FAO সদর দপ্তর, রোম; প্রধান উপদেষ্টার প্রেস উইং; The Daily Star, Dhaka Tribune, TBS News, FAO Media Centre.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ