Header Ads Widget

Responsive Advertisement

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে বন্যায় ৬৬ জনের প্রাণহানি, বাস্তুচ্যুত ৭০ হাজার



ক্রাইম টিভি বাংলা প্রতিবেদন :ব্রাজিলের দক্ষিণাঞ্চলে  বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ৬৬ জনের মৃত্যু হয়েছে ও প্রায় ৭০ হাজার মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শনিবার  দেশটির  বেসরকারি প্রতিরক্ষা সংস্থা এ কথা জানায়।
সংস্থাটি আরো জানায়, দুর্যোগে আরো কমপক্ষে ৭৪ জন আহত ও ৬৭ জন বিপর্যয়কর বন্যায় নিখোঁজ হয়েছে। খবর এএফপি’র।
রিও গ্র্যান্ডে ডু সুল রাজ্যটিতে বিশেষত ১৪ লাখ জনসংখ্যার অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পোর্তো আলেগ্রি নগরীতে দ্রুত বর্ধিত জলের স্তর বাঁধগুলোকে প্লাবিত করে। নগরী জুড়ে প্রবাহিত গুয়াইবা নদীর, উচ্চতা ৫.০৪ মিটার হয়েছে। গুয়াইবা নদীর পানির এ উচ্চতা ১৯৪১ সালের ঐতিহাসিক ধ্বংসাত্মক বন্যার  রেকর্ড ছাড়িয়ে গেছে। ওই বন্যায় নদীটির পানির উচ্চতা হয়েছিল ৪.৭৬ মিটারের উপরে।
কর্তৃপক্ষগুলো জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের সন্ধানে চার চাকা-ড্রাইভ যানবাহন-এমনকি জেট স্কিস-চার-চাকা-ড্রাইভ যানবাহন ব্যবহার করে জলাভূমির আশেপাশের অঞ্চলগুলোতে তাদের সরিয়ে নেওয়ার জন্য  প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা সংস্থাটি জানিয়েছে, ৬৯ হাজার ২০০ বাসিন্দা বাস্তুচ্যুত হতে বাধ্য হওয়া ছাড়াও ১০ লাখের বেশি মানুষ সুপেয় পানির  থেকে বঞ্চিত রয়েছে।

সূত্র - বাসস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ