নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই। দলীয় ৩১ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পরে স্বাগতিকরা। ঈশান কিশান আউট হন মাত্র ৯ রানে। মার্কো ইয়ানসেনের বলে মায়াঙ্ক আগারওয়ালের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন তিনি। কিশানের ফেরার কিছুক্ষণ পর বিদায় নেন রোহিত শর্মাও। ব্যক্তিগত ৪ রানে প্যাট কামিন্সের বলে ক্লাসেনের হাতে ক্যাচে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত। এরপর ক্রিজে আসেন নামান ধীর। ৯ বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। ভুবেনেশ্বর কুমারের বলে ইয়ানসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। এরপর যেনো মুম্বাইয়ের দায়িত্ব তুলে নেন সূর্যকুমার যাদব। ৫১ বলে অপরাজিত ১০২ রানের টর্নেডো ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। সূর্যের ইনিংসে ছিলো ১২টি চার ও ৬টি ছক্কার একেকটি দৃষ্টিনন্দন শট। সাথে সঙ্গ দেন ৩২ বলে ৩৭ রানে অপরাজিত থাকা তিলক।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার ট্রাভিস হেডের ৪৮, নিতিশ রেড্ডির ২০ ও শেষদিকে অধিনায়ক প্যাট কামিন্সের অপরাজিত ৩৫ এ ভর করে ১৭৩ রানের সংগ্রহ পায় হায়দরাবাদ। মুম্বাইয়ের পক্ষে হার্দিক পান্ডিয়া ও পিযূস চাউলা তুলে নেন ৩টি করে উইকেট। এছাড়া ১টি করে উইকেট পান জাসপ্রিত বুমরাহ ও কামবোজ।
উল্লেখ্য, এ ম্যাচের ফলাফলে ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে সানরাইজার্স। অপরদিকে এক ম্যাচ বেশি খেলা মুম্বাই আসরে ৪টি জয়ে ৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের নয় নম্বরে।
সূত্র - যমুনা টিভি
0 মন্তব্যসমূহ