এই বিজ্ঞানীদের দাবি, সুইমিংপুলে যেমন ধীরে ধীরে গভীরে যাওয়া যায় ঠিক তেমনই কৃষ্ণগহ্বরেও ঢালু অঞ্চল রয়েছে।
আইনস্টাইন জানিয়েছিলেন, কৃষ্ণগহ্বরের আশপাশে ঢালু অঞ্চল থাকতে পারে। সেই এলাকায় মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ অনেক বেশি। ফলে সেখানে পদার্থ বৃত্তাকার পথ অনুসরণ করতে পারে না।১০ হাজার আলোকবর্ষ দূরের একটি কৃষ্ণগহ্বর টেলিস্কোপে পর্যবেক্ষণ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও এমন অঞ্চলের খোঁজ পেয়েছেন। সেখানে শক্তিশালী মহাকর্ষীয় শক্তিও রয়েছে বলে প্রমাণ পেয়েছেন তারা।
আইনস্টাইনের তত্ত্ব মতে, কৃষ্ণগহ্বরের চারপাশে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই শক্তিশালী যে কণাগুলো বাঁকা পথ ছেড়ে সরাসরি কৃষ্ণগহ্বরের গভীরে প্রবেশ করে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ অ্যান্ড্রু মামারি জানান, নক্ষত্রের বাইরের প্লাজমা কৃষ্ণগহ্বরের কেন্দ্রে প্রবেশের ধরন আমরা বোঝার চেষ্টা করছি। আমরা একটি কৃষ্ণগহ্বরের চারপাশে এই অঞ্চল পর্যবেক্ষণ করে আইনস্টাইনের তত্ত্বের প্রমাণ পেয়েছি।
0 মন্তব্যসমূহ