ক্রাইম টিভি বাংলা প্রতিবেদন :ইয়েমেনের উপকূলে শুক্রবার একটি জাহাজকে দু’বার লক্ষ্যবস্তু করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজের উপর সর্বশেষ হামলার জন্য হুথি বিদ্রোহীরা দায় স্বীকার করেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ইয়েমেনি বন্দর মোখা’র দক্ষিণ-পশ্চিমে এই হামলা হয়েছে। খবর এএফপি’র।
ইউকেএমটিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছে যে প্রথম আক্রমণে, জাহাজে থাকা ক্রুরা জাহাজের কাছাকাছি একটি বিস্ফোরণ অনুভব করে। আর, দ্বিতীয় হামলাটি দ’ুটি ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয় বলে ধারণা করা হয়। কয়েক ঘণ্টা আগে, ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রেও মোখা বন্দরে হামলার কথা জানিয়েছে। অ্যামব্রে বলেছে, ওই ঘটনায় “তিনটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে।
সূত্র - বাসস
0 মন্তব্যসমূহ