এই অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে, এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকার পাশাপাশি তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
0 মন্তব্যসমূহ