Header Ads Widget

Responsive Advertisement

"আবহাওয়া অফিস জানাল, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি"



ক্রাইম টিভি বাংলা প্রতিবেদন : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টিপাত কিছুটা কমে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে, এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকার পাশাপাশি তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ