Header Ads Widget

Responsive Advertisement

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রথম সাক্ষী হল মেক্সিকো


 এই মহাজাগতিক দৃশ্য দেখতে মেক্সিকোর মাজাতলান শহরে ভিড় করেছে মানুষ। ৪৫ মিনিটের মধ্যে শহরটিতে আংশিক সূর্যগ্রহণ পরিণত হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণে।

মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হচ্ছে বিশ্ব। পৃথিবীতে ঘটছে চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর এ বিরল সূর্যগ্রহণের সাক্ষী প্রথম হয়েছে মেক্সিকো।

চাঁদ সূর্যকে ঢেকে দিতে শুরু করার সঙ্গে সঙ্গে সে দৃশ্য প্রথম দেখতে মেক্সিকোর মাজাতলান শহরে ভিড় করেছে মানুষ। ৪৫ মিনিটের মধ্যে শহরটিতে আংশিক সূর্যগ্রহণ পরিণত হয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণে।

এরপরের ২ ঘন্টায় একে একে যুক্তরাষ্ট্র ১৩ টি রাজ্য এবং কানাডার মানুষ দেখবেন এ মহাজাগতিক ঘটনা।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালে চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে ফেলার কারণে এ সময় কিছু এলাকায় দিনের বেলাতেই অন্ধকার নেমে আসবে। প্রায় সাড়ে চার মিনিট এ পরিস্থিতি বিরাজ করতে পারে।

বিশ্বের বেশ কয়েকটি ঘনবসতিপূর্ণ নগরীতে এই সূর্যগ্রহণ ঘটার কারণে এ এক বিরল ঘটনা। ৩ কোটি ১৬ লাখ মানুষ এই সূর্যগ্রহণ দেখতে পাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

আঁধার নেমে আসার সময়টা ঠিক কতক্ষণ স্থায়ী হবে সেটি নির্ভর করবে স্থানের ওপর। নাসার হিসাবমতে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যে কোনওখানেই এক মিনিট থেকে সাড়ে চার মিনিট স্থায়ী হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে মেক্সিকো সীমান্তের রাডার বেজ এ সূর্যগ্রহণ স্থায়ী হবে সবচেয়ে বেশি সময়। মোট ৪ মিনিট ২৭ সেকেন্ড। আবার কানাডায় কুইবেকের শেরব্রুকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্থায়ী হবে ৩ মিনিট ২৬ সেকেন্ড।

চোখ যাতে নষ্ট না হয় সেজন্য বিশেষজ্ঞরা খালি চোখে কিংবা সানগ্লাস পরেও এ সূর্যগ্রহণ দেখা থেকে মানুষজনকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। বরং সূর্যগ্রহণ দেখার বিশেষ চশমা পরে এ দৃশ্য দেখার পরামর্শ দিয়েছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ